Wednesday, January 7, 2015

shongshudoni

ডঃ তুহিন মালিক এর নাম এবং ছবি দিয়ে ফেসবুক আইডি খোলা হয়েছে যার সাথে তুহিন মালিকের কোন যোগসাজস নেই ।চলমান আন্দোলন এবং ইজতেমা নিয়ে তার নামে একটা বক্তব্য প্রচার করা হচ্ছে তুহিন মালিকের নামে খোলা আইডি থেকে আমিও কপি করে stutus দিয়েছি পরে জানতে পারলা এটা শামীম রেজা ভাইয়ের কলাম & তুহিন মালিকের কোন যোগসাজস নেই।শামীম রেজা ভাই আন্দোলন এবং ইজতেমা নিয়ে যে কথা বলেছেন সেটা অযুক্তিক নয় কিন্তু একজনের কথা কে আরেক জনের নামে চাপিয়ে দেয়াটা অন্যায়, কারণ সেটা দ্বারা মানুষের বিশ্বাস ভঙ্গ হয় ।একটা সহজ কথা হচ্ছে ইজতেমা টা নবী রাসূল(সাঃ) সাহাবী তাবেতাবেন বা তার পরের ও কেউ আবিষ্কার করেনি, কোরআন কিংবা হাদিসেও এই ইজতেমার কথা নেই । এটা সাধারণ মানুষের তৈরি বার্ষিক বনভোজন ও বলা যায় ।এটা না করলে যে গুনাহের কাজ হয়ে যাবে এমন কিছুই না ।

www.facebook.com/arafat.bd1995
www.twitter.com/arafatbd1994
www.arafatbd94.blog.com

No comments:

Post a Comment