দিন শেষে রাত,রাত পেরিয়ে মাস,মাস পেরিয়ে বছর,বছর পেরিয়ে ত্যাগ, সংযম,বিনয়ের বার্তা নিয়ে আবারো দ্বারে পবিত্র রমজানুল মোবারক।পবিত্র এ মাসটির আগমন সারা মুসলিম জাহানকে রহমতের চাদরে মুড়িয়ে দিয়েছে। মূলত রোযা ফারসি শব্দ।এর আরবি রুপ হচ্ছে সিয়াম বা সাওম।সাওম শব্দের বহুবচন সিয়াম যার অর্থ বিরত থাকা।.
রমজানুল মোবারক.
সিয়াম.
No comments:
Post a Comment