Tuesday, July 14, 2015

শবে কদর

রমজানের শেষ দশদিনে কদর তলব করতে বলা হয়েছে এবং আরেক রেফারেন্সে আসছে শেষ দশ রমজানের বিজোড রাত্রীগুলোতে(২১/২৩/২৫/২৭/২৯রমজান)কদর তলব করার সুষ্পষ্ট রাসূল(সা: )এর নির্দেশ আছে ।তবে এমন একটা বিশ্বস্ত হাদিস নেই যেখানে বলা হয়েছে ২৭রমজান-ই শবে কদর ।তবুও আমরা সবাই ২৭রমজান ইবাদাতের জন্য বসে থাকি ,অথচ কদর এর আগে হয়তো চলে গেছে কিংবা সামনে আছে কিন্তু আমরা কি করছি? আপনি কি করে নিশ্চিত যে আজকেই শবে কদর ? না জেনেও অথচ আপনি আজকের জন্য বসে আছেন? এমন ও তো হতে পারে যে কদর রাত্রী আমাদের থেকে চলে গেছে ।তবুও আজ এবং আগামী রাত্রীগুলোতে ইবাদাতে মশগুল থাকবেন এবং জীবনে যদি আর রমজান মাস পান তাহলে এ কাজ আর করবেননা ।আর ২৭রমজান কদর যে চালু করছে তাকে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ।ভুল না বুঝে আসুন সঠিকভাবে ইসলাম মেনে চলি এবং পরিবার সমাজেও এর প্রতিফলন ঘটায় ।অমুক হুজুর/বাবা/আওলিয়া কি বলছে তা না দেখে রাসূল(সাঃ) কি বলছেন সেটা অনুসরণ করুন ,রাসূল(সাঃ) এর সীরাত পড়ুন/অনুসরণ করুন তাহলেই সফল ।আল্লাহ আমাদের সঠিক বুঝ দান এবং নাজাত দান করুন ।
বিঃদ্রঃআগের কয়েকটা পোষ্টে হাদিসের রেপারেন্স আছে ।

No comments:

Post a Comment